শনিবার (২২ এপ্রিল) ভোরে বুড়িমারী সীমান্তের মেইন পিলার ৮৪২-এর পাঁচ নম্বর সাব পিলার সংলগ্ন ভারতীয় ভূখণ্ড থেকে তাকে আটক করা হয়। আব্দুর রহিম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারহাট এলাকার আতাউর রহমানের ছেলে।
সীমান্তের লোকজন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা জানান, আব্দুর রহিমসহ বাংলাদেশি কয়েকজন রাখাল রাতে ভারতে গরু আনতে যান। ভোরে তারা ওই সীমান্ত দিয়ে গরু নিয়ে দেশে ফিরছিলেন। এসময় ভারতের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে আসতে পারলেও আব্দুর রহিম বিএসএফ’র হাতে আটক হন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বাংলানিউজকে জানান, এ ঘটনার কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
জিপি/এসআই