প্রথম জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় সম্মান জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হচ্ছে। এরপর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে লাকী আখন্দকে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী আসাদুজ্জামান নূর এমনটিই জানিয়েছেন প্রয়াতের পরিবারকে।
শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আরমানিটোলার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী লাকী আখন্দ। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
ইইউডি/এমজেএফ