ঢাকা, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

আরমানিটোলায় লাকী আখন্দের জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
আরমানিটোলায় লাকী আখন্দের জানাজা সম্পন্ন আরমানিটোলা মাঠে লাকী আখন্দের জানাজা/ছবি: দীপু মালাকার

ঢাকা: কিংবদন্তী সঙ্গীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় আরমানিটোলা মাঠে জানাজায় উপস্থিত ছিলেন লাকী আখন্দের ছেলে সভ্য তারা, গীতিকার আসিফ ইকবালসহ আরমানিটোলার এলাকাবাসী।

প্রথম জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় সম্মান জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হচ্ছে। এরপর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে লাকী আখন্দকে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী আসাদুজ্জামান নূর এমনটিই জানিয়েছেন প্রয়াতের পরিবারকে।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আরমানিটোলার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী লাকী আখন্দ। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।