ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বরেণ্য কবি-লেখকদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
কুষ্টিয়ায় বরেণ্য কবি-লেখকদের সংবর্ধনা

ঢাকা: কুষ্টিয়ার রবীন্দ্র স্মৃতিবিজড়িত ‘টেগরলজে’ বরেণ্য কবি-লেখক গুণীজনদের সংবর্ধনা দেয়া হবে শনিবার (২২ এপ্রিল)। সংবর্ধনার আয়োজন করেছে কুষ্টিয়ার পাঁচটি সংগঠন ও ঢাকাস্থ আবিষ্কার পাবলিকেশন্স।

সংবর্ধিতরা হলেন- বরেণ্য কবি মুহম্মদ নূরুল হুদা, কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি মারুফুল ইসলাম, কবি ফরিদ আহমদ দুলাল, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, সাংবাদিক-ভ্রমণলেখক মাহমুদ হাফিজ, কবি রফিক হাসান, কবি ও শিল্পী অপর্ণা খান ও প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি থাকবেন কবি সৈয়দ আবদুস সাদিক, কবি রাফেয়া আবেদীন ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষক অজেয় মৈত্র। এতে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী।

পরে রোববার একই সংগঠনসমূহের উদ্যোগে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে ঢাকা ও স্থানীয় কবিদের কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।

আয়োজক সংগঠনের মধ্যে রয়েছে ঢাকার আবিস্কার পাবলিকেশন্স এবং কুষ্টিয়ার লেখক ফোরাম, কুষ্টিয়া আবৃত্তি পরিষদ, লালন সঙ্গীতচর্চা ও গবেষণা কেন্দ্র, নবরূপে জাগো সাহিত্য আসর, জ্যোতি ডেভেলপেমেন্ট ফাউন্ডেশন।

অনুষ্ঠানে ঢাকা ও কুষ্টিয়ার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।