শুক্রবার (২১ এপ্রিল) দিনগত মধ্য রাত থেকে টানা বর্ষণ শুরু হয়।
দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জুর হোসেন বাংলানিউজকে জানান, গত রাত থেকে শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, আগামী দুদিন আরও বৃষ্টিপাতের পাশাপাশি হালকা ঝড়ের সম্ভবনা রয়েছে।
দিনাজপুর বিরল উপজেলার মাধবমাটি এলাকার লিচু চাষি মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, গত রাত থেকে হওয়া ঝড় ও বৃষ্টিপাতের কারণে গাছ থেকে অনেক লিচু ঝড়ে পড়েছে। মুকুল থেকে সবেমাত্র গুটি বের হয়েছে। ইতোমধ্যে গাছের গুটি ধরে রাখতে কয়েক দফায় স্প্রেও করা হয়েছে। বৃষ্টি গাছের জন্য ভালো হলেও ঝড়ের কারণে গাছ থেকে লিচুর গুটি পড়ে যাচ্ছে।
এদিকে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, গত রাত থেকে সকাল পর্যন্ত ঝড়-বৃষ্টিতে লিচু পড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে খুব বেশি লিচুর গুটি খসে পড়েনি। এই বৃষ্টিপাত শেষে বাগানের গাছ গুলোতে নতুন করে স্প্রে করলে কোনো ধরণের ছত্রাক নাশক রোগ দেখা দেবে না।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
জিপি/এমজেএফ