শনিবার (২২ এপ্রিল) সকাল থেকে এ ধরনের কোনো লঞ্চ বরিশালের আভ্যন্তরীণ রুটে চলাচল করছে না বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
হঠাৎ করে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হওয়া বর্তমান সময়ে স্বাভাবিক বলে বাংলানিউজকে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অধিদফতরের সিনিয়র পর্যবেক্ষক মো. ইউসুফ।
তিনি বলেন, বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় বৃষ্টি পড়ছে। সেই সঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়া বইতে পারে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ৭৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা বাংলানিউজকে জানান, বর্তমানে নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় ৬৫ ফুটের নীচে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
সতর্কতা সংকেতের বাইরে বর্তমানে যেসব লঞ্চ আভ্যন্তরীণ রুটে চলছে তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে না থাকলে নিরাপদে লঞ্চ ভিড়িয়ে রাখতে চালক-মাস্টারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এমএস/জিপি/এমজেএফ