ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

থেমে থেমে বৃষ্টি চলবে সারাদিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
থেমে থেমে বৃষ্টি চলবে সারাদিন শনিবার বৃষ্টিস্নাত রাজধানীর রাজপথ; ছবি-বাংলানিউজ

ঢাকা: শনিবার (২২ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি চলবে দিনব্যাপী। রাজধানীতে থেমে থেমে বৃষ্টি চলবে, সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণেরও।

শনিবার সকাল ৬ টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে এখন পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।  ঢাকার পাশাপাশি ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, সিলেটসহ বেশকিছু অঞ্চলে আরও কয়েক দিন বৃষ্টিপাত স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৈশাখী ঝড় না হলেও বৃষ্টির সঙ্গে হালকা বাতাস থাকবে এমনটাই  জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরের পর বৃষ্টি কমতে পারে তবে আকাশ মেঘলা থাকবে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এ‌প্রিল ২২, ২০১৭
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।