ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাছ লাগানোর আহ্বান নদী বাঁচাও আন্দোলনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
গাছ লাগানোর আহ্বান নদী বাঁচাও আন্দোলনের বাংলাদেশে নদী বাঁচও আন্দোলনের মানববন্ধন- ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিশ্ব প‌রিবেশ দিবসকে সামনে রেখে সারাদেশে গাছ লাগানোর আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশে নদী বাঁচও আন্দোলন’।  

শ‌নিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।

সংগঠনের নেতারা দেশব্যা‌পী নদীর তীরে, রাস্তার পাশে, অ‌ফিস আদালত শিক্ষা প্র‌তিষ্ঠান ও বা‌ড়ির আ‌ঙ্গিনায়, বাসার ছাদে বনজ, ফলজ, জলজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জা‌ন‍ান।

এ সময় নদী বাঁচাও আন্দোলনের টেকসই বৃক্ষরোপন কর্মসূ‌চির আহ্বায়ক সৈয়দ ইকরাম এলাহী খান বলেন, দেশের ইকো‌সিস্টেমের জন্য যেসকল বনজ, ফলজ, জলজ ও ঔষধি বৃক্ষরা‌জি থাকা দরকার তা বিলু‌প্তির পথে। এজন্য দরকার প‌রিকল্পিত ও নিরব‌চ্ছিন্ন দেশজ বৃক্ষরোপন ও তার প‌রিচর্যা।

এ প্রে‌ক্ষিতে সংগঠনের দা‌বি তুলে বক্তারা বলেন, দেশব্যা‌পী নদীর তীরে রাস্তার পাশে, অ‌ফিস আদালত শিক্ষা প্র‌তিষ্ঠান ও বা‌ড়ির আ‌ঙ্গিনায় বাসার ছাদে বনজ, ফলজ, জলজ ও ঔষধি বৃক্ষরোপনের উদ্যোগ নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নদী বাঁচাও আন্দোলন সভাপ‌তি আনোয়ার সাদাত, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশে সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসএ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।