শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
সংগঠনের নেতারা দেশব্যাপী নদীর তীরে, রাস্তার পাশে, অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আঙ্গিনায়, বাসার ছাদে বনজ, ফলজ, জলজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় নদী বাঁচাও আন্দোলনের টেকসই বৃক্ষরোপন কর্মসূচির আহ্বায়ক সৈয়দ ইকরাম এলাহী খান বলেন, দেশের ইকোসিস্টেমের জন্য যেসকল বনজ, ফলজ, জলজ ও ঔষধি বৃক্ষরাজি থাকা দরকার তা বিলুপ্তির পথে। এজন্য দরকার পরিকল্পিত ও নিরবচ্ছিন্ন দেশজ বৃক্ষরোপন ও তার পরিচর্যা।
এ প্রেক্ষিতে সংগঠনের দাবি তুলে বক্তারা বলেন, দেশব্যাপী নদীর তীরে রাস্তার পাশে, অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আঙ্গিনায় বাসার ছাদে বনজ, ফলজ, জলজ ও ঔষধি বৃক্ষরোপনের উদ্যোগ নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নদী বাঁচাও আন্দোলন সভাপতি আনোয়ার সাদাত, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশে সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসএ/জিপি/বিএস