শনিবার (২২ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে বিশ্বনাথ থানায় খবর দেওয়া হয়।
বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) কল্লোল গোস্বামী বাংলানিউজকে বলেন, তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা, নাকি পারিবারিক কলহ থেকে হত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এনইউ/জিপি/বিএস