ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

সি‌টিং সা‌র্ভিসের নৈরাজ্য বন্ধ চায় প‌রিবহন শ্রমিকলীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
সি‌টিং সা‌র্ভিসের নৈরাজ্য বন্ধ চায় প‌রিবহন শ্রমিকলীগ সি‌টিং সা‌র্ভিসের নৈরাজ্য বন্ধ চায় প‌রিবহন শ্রমিকলীগ/ছবি: শাকিল

ঢাকা: মা‌লিক স‌মি‌তির অ‌ভিনব কৌশ‌লের কা‌ছে 'বিআর‌টিএ' পরাজয় মেনে নিয়ে যাত্রী‌দের ‌ভোগা‌ন্তি‌তে ফেলার অ‌ভি‌যোগ ক‌রে‌ছে বাংলা‌দেশ সড়ক প‌রিবহন শ্র‌মিকলীগ।

শ‌নিবার (২২ এ‌প্রিল) সকাল সা‌ড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে এক মানববন্ধ‌নে তারা নৈরাজ্য বন্ধ ক‌রে 'নগর প‌রিবহন নী‌তিমালা' গঠ‌নের দা‌বি জানায়। একই সঙ্গে মা‌লিক স‌মি‌তি থে‌কে শ্র‌মিক‌দের নি‌য়োগপত্র দেওয়ার দা‌বি তো‌লেন তারা।

 

মানববন্ধ‌নে বক্ত‌ব্যে পরিবহন শ্র‌মিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী ব‌লেন, সি‌টিং সা‌র্ভি‌সে ফি‌রে যাওয়ার কৌশল হি‌সে‌বে মা‌লিকরা ৫০ভাগ প‌রিবহন বন্ধ রে‌খে‌ছি‌লেন।

বক্তারা অ‌ভি‌যোগ তো‌লেন, ঢাকার চার টা‌র্মিনাল থে‌কে দৈ‌নিক ৬০ লাখ টাকা অ‌বৈধ চাঁদা তোলা হয়।  

মানববন্ধ‌নে আরও বক্তব্য রা‌খেন, সংগঠ‌নের সভাপ‌তি র‌ফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হা‌নিফ খোকন, আ‌মির হো‌সেন, সাংগঠ‌নিক সম্পাদক আর এ জামান, প্রচার সম্পাদক সুমন শেখ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।