শনিবার (২২ এপ্রিল) সকালে টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্নছ আলী কিশোরগঞ্জ সদর থানার ঘাগতি এলাকার তৈয়ব আলীর ছেলে।
টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা জয়দেবপুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ইন্নছ আলী নামে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
আরএস/জিপি/এসএইচ