কর্মসূচি থেকে রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘি ও ভুবন মোহন পার্ক দখলমুক্ত করে সংস্কার করা, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে নিয়ে আসা এবং সাইনবোর্ড ফি প্রত্যাহারের জন্য দাবি জানানো হয়। না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়।
এ সময় আসন্ন রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখারও দাবি জনান ব্যবসায়ী নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির আহ্বায়ক মো. শামসুদ্দিন, রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির আহ্বায়ক প্যানেল সদস্য ভাষাসৈনিক মোশারফ হোসেন আখুঞ্জি, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির সদস্য সচিব সেকেন্দার আলী, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির নির্বাহী সভাপতি মাহবুব আলম, রেস্তোঁরা মালিক সমিতির রাজশাহী শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসএস/আরআই