শনিবার (২২ এপ্রিল) সকালে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা একটি রিকশা ভাঙচুর করে।
এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অপরাধীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও শাস্তির দাবিতে হাজারীজাট-সৈয়দপুর সড়ক অবরোধ করে।
জানা যায়, ওই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে হাজারীহাট বেলপুকুর এলাকায় বখাটেরা শ্লীলতাহানির চেষ্টা করে। খবরটি জানাজানি হলে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে বিক্ষোভ মিছিল বের করে এবং সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুতফর রহমান চৌধুরী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
সৈয়দপুর থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আমরা অভিযোগ শুনেছি। অচিরেই বখাটেদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সৈয়দপুর সার্কেলের এএসপি জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, অপরাধীকে ধরার জোর চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এনটি