শনিবার (২২ এপ্রিল) দুপুরে সাভারের অমরপুর বেদে পল্লীতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, আজ বেদেদের পেশা পরিবর্তনের সময় এসেছে।
এসময় তিনি বেদে সম্পদায়ের প্রশিক্ষণ গ্রহীতাদের মধ্যে সনদ বিতরণ করেন।
পরে মন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের পাশে বেদে সম্প্রদায়ের উত্তরণ ফাউন্ডেশনের শো-রুম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান ও ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বেনজির আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
আরবি/