শরীয়তপুর: শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১৫ জন আহত হয়েছেন। এসময় প্রায় ১০টি দোকান ভাঙচুর করা হয়।
শনিবার (২২ এপ্রিল) সকালে সদর উপজেলা ও জাজিরা উপজেলার সীমান্তবর্তী গঙ্গানগর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত ১৫ জনের মধ্যে ১১ জনকে গুলিবিদ্ধ অবস্থায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- দিপু কাজি (৩৫), খালেক সিকদার (৪৫), মান্নান কাজি (৬৩), শাহানাজ কাজি (৪৮), সোহরাব কাজি (৫৫), রাজু কাজি (৩২), ফারুক সরদার (৩০), রাজন কাজি (৩০), বাবুল মুন্সি (৪০), সজিব কাজি (১৬) ও সৈকত মুন্সী (১৮)। এদের মধ্যে দিপু কাজীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চার জনের নাম জানা যায়নি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।
তবে এ ঘটনার পর কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।