আশুলিয়া, সাভার: আশুলিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত মজুমদার বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
আর আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ট্রাক দু’টি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।