ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়া এলাকায় তীব্র যানজট, যাত্রীদের চরম ভোগান্তি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
আশুলিয়া এলাকায় তীব্র যানজট, যাত্রীদের চরম ভোগান্তি  আশুলিয়ায় তীব্র যানজট- ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়া এলাকার কয়েকটি পয়েন্টে তীব্র যানজট রয়েছে।শুক্রবার (০৩ নভেম্বর) সকাল থেকেই কয়েক কিলোমিটার এলাকা নিয়ে এ যানজটের সৃষ্টি হয়। 

সকালে আশুলিয়ায় মরাগাঙ এলাকায় সড়ক দুর্ঘটনা ও সড়কে বাস বিকল হওয়ায় আব্দুল্লাহপুর  থেকে বাইপাল, বিরুলিয়া থেকে সিএনবি সড়ক পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কের এই পয়েন্টে আটকা পড়েছে ঢাকামুখী শত শত যানবাহন।

 

সরেজমিনে দেখা যায়, ৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগছে প্রায় এক ঘণ্টা। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।

এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন বাংলানিউজকে জানান, আশুলিয়ার মরাগাঙ এলাকায় ভোরে সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও আজ রাস্তায় যানবাহনের কিছুটা বাড়তি চাপও লক্ষ্য করা যাচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি, দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।