শুক্রবার (০৩ নভেম্বর) সকালে বাড্ডা থানার একটি দল খুলনায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় আসামি শাহীনের স্ত্রী মাসুমা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল কবির বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারের পর তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে মধ্যবাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগের একটি চারতলা বাড়ির তৃতীয় তলা থেকে গাড়িচালক জামিল হোসেন (৩৮) ও তার ন’বছর বয়সী মেয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়।
ওইদিন বিকেলে এ খুনের ঘটনায় জামিলের ছোট ভাই শামীম শেখ বাদি হয়ে ভাবী আরজিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক শাহিন মল্লিকের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন।
** এবার বাড্ডায় বাবা-মেয়ে খুন
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
পিএম/বিএস