ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ছাদ ধসে বৃদ্ধার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
খুলনায় ছাদ ধসে বৃদ্ধার মৃত্যু

খুলনা: খুলনায় জরাজীর্ণ ভবনের ছাদের একাংশ ধসে পড়ে সাহিদা বেগম নামের (৭০) এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার (০৩ নভেম্বর) ভোর রাতে মহানগরীর চাঁনমারী মতিয়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মো. তুরানের মালিকানাধীন জরাজীর্ণ দোতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন সাহিদা বেগম। তিনি ঘুমিয়ে ছিলেন।

এ সময় ছাদের একাংশ তার বুকের ওপর ভেঙ্গে পড়ে। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, বাড়ির মালিক একাধিকবার ভাড়াটিয়াদের নেমে যেতে বললেও স্বল্প ভাড়ার কারণে তারা বাড়ি থেকে নামেননি।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা,  নভেম্বর ০৩, ২০১৭
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।