ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর বাড্ডায় খুন হওয়া বাবা-মেয়ের দাফন গোপালগঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
রাজধানীর বাড্ডায় খুন হওয়া বাবা-মেয়ের দাফন গোপালগঞ্জে নিহত বাবা-মেয়ে

গোপালগঞ্জ: রাজধানীর বাড্ডায় খুন হওয়া জামিল শেখ ও তার শিশু কন্যা নুসরাতকে তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের পূর্বপাড়ায় দাফন করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বনগ্রাম পূর্বপাড়া মাদ্রাসা মাঠে প্রথমে জামিল শেখ ও পরে একই স্থানে মেয়ে নুসরাতের জানাজা হয়। জানাজা শেষে বনগ্রাম পূর্বপাড়া কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এসময় নিহত জামিল শেখের তিন ভাই ফারুক শেখ, ইবুল শেখ ও শামিম শেখসহ বনগ্রাম ও আশপাশের এলাকার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

নিহতের স্বজনরা জানান, বেশ কয়েক বছর ধরে জামিল ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। মাস দু’য়েক আগে জামিলের স্ত্রী আর্জিনা বেগম ঝগড়া করে ছোট ছেলেকে নিয়ে বাবার বাসা সাভারে চলে যান। সপ্তাহ খানেক আগে উভয়পক্ষের লোকজন বিষয়টির মিমাংসা করেন। পরে আর্জিনা বাসায় ফিরে আসেন।

বৃহস্পতিবার সকালে বাড্ডার হোসেন মার্কেটের ময়নারটেক এলাকার ৩০৬ নম্বর গোরস্থান রোডের তৃতীয় তলার চিলেকোঠায় খুন হন জামিল শেখ ও তার শিশু কন্যা নুসরাত। জমিল শেখের স্ত্রী আর্জিনার পরকীয়া প্রেমের কারণে স্বামী ও শিশু কন্যাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।