ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সংসদের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর সিপিএ সম্মেলনে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
সংসদের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর সিপিএ সম্মেলনে সেমিনারে জনওয়াটারসন

ঢাকা: দুর্নীতি দূর করতে সংসদের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে সিপিএ সম্মেলনে। সম্মেলনে স্মল ব্রাঞ্চের এক সেমিনারে এ সংক্রান্ত তিন দফা সুপারিশ করা হয়েছে। 

শুক্রবার (০৩ নভেম্বর) দুপুরে হোটেল রেডিসনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

সেমিনার শেষে স্মল ব্রাঞ্চের মুখপাত্র জনওয়াটারসন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

বৃটিশ স্বায়ত্ত শাষিত রাষ্ট্র ইসলি অফ ম্যান এর হাউজ অফ কিস এর স্পিকার   জনওয়াটারসন।  

দুর্নীতির বিরুদ্ধে সংসদের যুদ্ধ শীর্ষক (the role of parliament in combating corruption)  সেমিনারে যে তিন দফা সুপারিশ করা হয়। সেগুলো হলো- ১। রাষ্ট্র, রাজনীতি ও সম্প্রদায় থেকে যে কোনো মাত্রায় দুর্নীতি দূর করতে সংসদ আইন প্রণয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে অবশ্যই কার্যকর ভুমিকা রাখতে হবে।  

২। উচ্চমান সম্পন্ন ব্যক্তিত্বের প্রশ্নে, সরকারের সকল ক্ষেত্রে স্বচ্ছতা সর্বোচ্চ মাত্রায় আনায়নে এবং দুর্নীতির সংস্কৃতির বিপরীতে নীতি প্রণয়ন করার ক্ষেত্রে সংসদ সদস্যরা ঐক্যমত পোষণ করবেন।  

৩। দুর্নীতি প্রতিরোধ প্রতিষ্ঠানসমুহ স্থাপন ও কার্যক্রমের ক্ষেত্রে আইন কাঠামো প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় বিধির কার্যকর অনুসরণ নিশ্চিত করতে সংসদ কার্যকর ভুমিকা পালন করবে।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনওয়াটারসন বলেন,  সংসদ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীন ভাবে কাজ করতে দিতে হবে। সংসদ সদস্যদের প্রতি জনগণ যাতে আস্থা আনতে পারে সে ব্যবস্থা করতে হবে। সংসদের স্থায়ী কমিটিকে শক্তিশালী করতে হবে।   

তিনি বলেন, বিচার বিভাগকে স্বাধীন ও বিভিন্ন কমিশন গঠনের সুযোগ দিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসকে/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।