ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বিস্ফোরণে আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বিস্ফোরণে আহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মরদানায় একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত ব্যক্তির নাম তাইফুর রহমান। তিনি শিবগঞ্জ পৌর এলাকার মরদানা গ্রামের আইয়ুব বাজার এলাকার ফজলু ঘোষের ছেলে।

শুক্রবার (০৩ নভেম্বর) দুপুরে এ বিস্ফোরণের দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম জানান, শুক্রবার দুপুরে তার এলাকার সাবেক কাউন্সিলর আব্দুস সালামের সমর্থক তাইফুর তার বাড়ির ছাদে রোদে হাতবোমা শুকাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হলে তাইফুরের হাতের কিছু অংশ উড়ে যায় এবং মুখ খানিকটা ঝলসে যায়। গুরুতর আহত তাইফুরকে অজ্ঞাত স্থানে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বোমা বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেলেও আমরা তাকে খুঁজে পাইনি। তাকেসহ এ ঘটনায় জাড়িতদের খুঁজে বের করা চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।