আহত ব্যক্তির নাম তাইফুর রহমান। তিনি শিবগঞ্জ পৌর এলাকার মরদানা গ্রামের আইয়ুব বাজার এলাকার ফজলু ঘোষের ছেলে।
শুক্রবার (০৩ নভেম্বর) দুপুরে এ বিস্ফোরণের দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম জানান, শুক্রবার দুপুরে তার এলাকার সাবেক কাউন্সিলর আব্দুস সালামের সমর্থক তাইফুর তার বাড়ির ছাদে রোদে হাতবোমা শুকাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হলে তাইফুরের হাতের কিছু অংশ উড়ে যায় এবং মুখ খানিকটা ঝলসে যায়। গুরুতর আহত তাইফুরকে অজ্ঞাত স্থানে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বোমা বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেলেও আমরা তাকে খুঁজে পাইনি। তাকেসহ এ ঘটনায় জাড়িতদের খুঁজে বের করা চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৭
আরএ