ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাঙ্গলকোটে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
নাঙ্গলকোটে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় ইলিয়াছ কাঞ্চন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার শ্রীহাস্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু ইলিয়াছ কাঞ্চন উপজেলার জোড্ডা ইউনিয়নের সংকরপুর গ্রামের নিজামউদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন প্লে-গ্রুপের ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, শিশু ইলিয়াছ কাঞ্চন শ্রীহাস্য এলাকায় নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশা চাপায় শিশুটির মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।