শনিবার (১৬ মার্চ) দুপুরে দুই ভাই ইদ্রিস আলী ও হাবিবর মোল্যা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড় ভাই ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, কিছুদিন থেকে আমাদের দুই ভাইয়ের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে দুপুরে সে তার সমর্থকদের নিয়ে আমার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় রজমান, নাজির মোল্যা, ইদ্রিস, রোজিনা, ঝর্না বেগম, চায়না, আখলিমাসহ পরিবারের ১৩ জনকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
প্রতিবেশী আব্দুল আলিম বলেন, ইদ্রিস আলী ও হাবিবর মোল্যার মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নারী-পুরুষসহ ১৩ জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা মহম্মদপুর পুলিশ থানার ইন্সপেক্টর ওসি লিটন কুমার বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
আরএ