ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বরিশালে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বরিশালে র‌্যালি জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‌্যালি। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ স্লোগানে বরিশালে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হয়েছে। 

শনিবার (১৬ মার্চ)  বেলা পৌঁনে ১২টায় জাটকা সংরক্ষণ সপ্তাহ বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের আয়োজনে র‌্যালি বের হয়ে নগরের সিঅ্যান্ডবি রোড প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জেলা মৎস্য কর্মকর্তা সাজদার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।

 

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দস, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ডিএস শহীদুল্লাহ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতসহ মৎস্যজীবীরা।  

সভায় বক্তারা বলেন, আজকের জাটকা আগামী দিনের ইলিশ। এ কারণে সরকারের নিষেধাজ্ঞা মেনে অভয়াশ্রম এলাকার মধ্যে জাটকাসহ সব প্রকার মাছ ধরা থেকে বিরত থাকার জন্য মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলা‌দেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।