শনিবার (১৬ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে রসুলপুরের শালিনা এলাকায় রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার রসুলপুর গ্রামের বিবলেশ তালুকদারের স্ত্রী রেখা তালুকদার (৪০) ও অটোরিকশা চালক মগড়া ইউনিয়নের দিখিবিঘা গ্রামের কাউছার মিয়া (৪২)।
ঘারিন্দা রেলওয়ে স্টেশন মাস্টার জালাল উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজিচালতি অটোরিকশা রসুলপুর রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
জিপি