ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৭ই মার্চের বক্তব্যের ভাষা বাঙালির রক্তের ভাষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
৭ই মার্চের বক্তব্যের ভাষা বাঙালির রক্তের ভাষা বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমার্থক শব্দ। ৭ই মার্চের বক্তব্যের ভাষা বাঙালির রক্তের ভাষা। এই ভাষণ পাঠ এবং বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা ঠিক তেমনি একটি সুখী বাংলাদেশ দেখবো বলে আশা করি, যেমনটি বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন।

শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ‘৭ই মার্চের ভাষণ-আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

তিনি বলেন, বর্তমান বিশ্বের সমস্ত ঐতিহাসিক ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম।

তৎকালীন রেসকোর্স ময়দানের এই ভাষণকেই বাঙালির স্বাধীনতা অর্জনের অন্যতম পথ হিসেবে বিবেচনা করা হয়।  

আর এই ভাষণ নিয়েই আইডিয়াল কলেজের আয়োজনে সারাদেশের শিক্ষার্থীরা অংশ নেন রচনা প্রতিযোগিতায়।

মাসব্যাপী এ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি ও আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে  আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম ও কলেজের গভর্নিং বডির সদস্য মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দীন আহম্মেদ।

আয়োজনে সারাদেশ থেকে অংশগ্রহণকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দুই বিভাগে বিজয়ী ২০ জনকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এইচএমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।