শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ‘৭ই মার্চের ভাষণ-আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।
তিনি বলেন, বর্তমান বিশ্বের সমস্ত ঐতিহাসিক ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম।
আর এই ভাষণ নিয়েই আইডিয়াল কলেজের আয়োজনে সারাদেশের শিক্ষার্থীরা অংশ নেন রচনা প্রতিযোগিতায়।
মাসব্যাপী এ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি ও আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম ও কলেজের গভর্নিং বডির সদস্য মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দীন আহম্মেদ।
আয়োজনে সারাদেশ থেকে অংশগ্রহণকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দুই বিভাগে বিজয়ী ২০ জনকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এইচএমএস/আরআর