ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ-র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ-র‌্যালি জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ-র‌্যালি। ছবি-বাংলানিউজ

ভোলা: বর্ণাঢ্য নৌ-র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে উদ্বোধন করা হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। 

'কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ -এ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্য ঘাটে আলোচনা সভা হয়। সভা শেষে সামরাজ ঘাট থেকে কয়েকশ’ ট্রলার নিয়ে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়।

মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
 
এতে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক।
এসময় আরো বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসারসহ অনেকে।
 
এসময় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। এদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত অসামান্য অবদান রাখছে। তাই মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সচেতন করতে হবে। মাছ আমাদের দেশের সম্পদ। বড় ইলিশ রপ্তানি করে সরকার পর্যাপ্ত টাকা আয় করে। যার ফলে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাই নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব নৌ-র‌্যালিতে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।