অগ্নিকাণ্ডে ভস্মিভূত দোকান। ছবি: বাংলানিউজ
বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলা সদরের নাঠৈ মোল্লাবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মিভূত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস সূত্র জানায়, ব্যবসায়ী সিদ্দিক মোল্লার হোমিওপ্যাথিক মেডিকেলের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
মুহুর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। এতে মুদি ব্যবসায়ী মাইনুদ্দিন, তৈয়ব আলী এবং ওয়াসিম ও মনির খানের কনফেকশনারি দোকান ভস্মিভূত হয়।
গৌরনদী ফায়ার স্টেশনের লিডার মহিদুল আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এমএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।