শনিবার (১৬ মার্চ) রাজধানীর বিস মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান।
‘বাংলাদেশের কূটনীতির ৫০ বছর: বিশ্বের সঙ্গে সম্পৃক্ততা’-শীর্ষক সংলাপের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ক্রাইস্টচার্চ হামলার ঘটনায় মোট ৭ বাংলাদেশি হতাহত হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছেন ড. আব্দুস সামাদ ও হোসনে আরা বেগম। তবে প্রাথমিকভাবে খবর দেওয়া হয় সেখানে বাংলাদেশি নিহতের সংখ্যা ৩ জন। আমরা পরে জানতে পেরেছি নিহত হয়েছেন ২ জন বাংলাদেশি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত ২ জনসহ সেখানে মোট ৭ জন বাংলাদেশি হতাহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ২ জন। তারা হলেন- মিস লিপি ও মুমতাসিন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। তারা হলেন- শেখ হাসান রুবেল, শাহজাদা আক্তার ও ওমর ফারুক। নিখোঁজ ৩ জন হলেন- মোজাম্মেল, জাকারিয়া ও শাওন।
শাহরিয়ার আলম বলেন, নিউজিল্যান্ডের বিমানবন্দর বন্ধ থাকার কারণে সেখানে বাংলাদেশের কূটনীতিকদের দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি। তবে দু’জন কূটনীতিক শনিবার (১৬ মার্চ) সকালে সেখানে পৌঁছেছেন, খোঁজ খবর রাখছেন। আমাদের ক্রিকেটাররা আজ মধ্যরাতে দেশে পৌঁছাবেন বলেও জানান তিনি।
ডিকাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংলাপের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সিপিডির সিনিয়র ফেলো তৌফিকুল ইসলাম খান, বিস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিকাব সভাপতি রাহীদ এজাজ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
অনুষ্ঠানের শুরুতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ডিকাবের একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে স্মারক তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
টিআর/জেডএস