ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে আনসার আল ইসলামের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
পলাশে আনসার আল ইসলামের ২ সদস্য আটক র‌্যাব হেফাজতে আনসার আল ইসলামের দুই সদস্য।

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলা থেকে আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) দুই সক্রিয় সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপসহ বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেট জব্দ করা হয়।

শনিবার (১৬ মার্চ) বিকেলে র‍্যাব- ১১ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সকালে পলাশ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলাযর মোহাম্মদ শিহাব উদ্দিন সৌরভ (২৪) ও বরিশাল উজিড়পুর উপজেলার মাহাদী হাসান ওরফে মেহেদী হাসান (২২)।  

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
  
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।