ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পুলিশের ওপর আসামীর হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
কক্সবাজারে পুলিশের ওপর আসামীর হামলা কক্সবাজার

কক্সবাজার: কক্সবাজারের খুরুশকুল কাউয়ার পাড়া এলাকার বঙ্গবন্ধু বাজারে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ধরতে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আসামী ও তাদের স্বজনেরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশের ব্যবহৃত মোটর সাইকেল ও কয়েকটি হ্যান্ডকাপ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

তবে ঘটনার পর থেকে বিশেষ অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারসহ অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, ওই এলাকার মৃত নুরুল আলম বহদ্দারের ছেলে মামুন, পারভেজ, কাইছারসহ পরোয়ানাভুক্ত আসামীকে  ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পুলিশের অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসবি/পিএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।