ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
সিলেটে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন সিলেটে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

সিলেট: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সিলেট আওয়ামী লীগ।  

রোববার (১৭ মার্চ) রাতের প্রথম প্রহরে (১২ টা ০১ মিনিটে) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটেন জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের মহানগরের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।

  

এদিকে, দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল, শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।  
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতার মহানায়কের এ জন্মবার্ষিকী রোববার জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে।

বাংলাদেশ  সময়: ০৫৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এনইউ/পিএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।