বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার বাগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তামিম রাজাপুর উপজেলার বাগড়ি গ্রামের রাজ্জাক তালুকদারের ছোট ছেলে।
শিশু তামিমের বাবা রাজ্জাক বাংলানিউজকে জানান, বাড়ির উঠানে তামিম তার বড় ভাইদের সঙ্গে খেলা করার এক পর্যায়ে সবার অগচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তামিমকে পুকুর থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এমএস/আরআইএস/