বুধবার (২১ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সমানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, যুব ও ক্রীড়া সম্পাদক মংসেইপ্রু চৌধুরী অপু প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত জানিয়ে এ ঘটনায় তারেক রহমানসহ জড়িতদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এডি/এএটি