মঙ্গলবার (২০ আগস্ট) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে বুধবার (২১ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- সাইদুল ইসলাম, কামরুল হাসান নাইস, উমর ফারুক পারভেজ, হাসানুর রহমান লাজু , রাশেদ, আব্দুল কুদ্দুস রয়েল, লুৎফর রহমান মানিক।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট (বৃহস্পতিবার) রাতে আটোয়ারী মডেল পাইলট স্কুলের দোতালার আইএলসি কম্পিউটার ল্যাবের পেছনের থাইগ্লাস খুলে জানালার গ্রিল কেটে চার্জারসহ ২১টি ল্যাপটপ ও ১টি এলসিডি মনিটর চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরির বিষয়টি স্কুল কর্তৃপক্ষ পরদিন ১৬ আগস্ট (শুক্রবার) বিকেলে জানতে পেরে ১৭ আগস্ট (শনিবার) আটোয়ারী থানায় মামলা দায়ের করে।
আরো জানা যায়, আটোয়ারী থানা পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ও পার্শ্ববর্তী থানা সমূহে অনুসন্ধান অব্যাহত রাখে। পরে মঙ্গলবার আটোয়ারী থানা এলাকার সাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে ৬টি চার্জারসহ ল্যাপটপ ও ১টি এলসিডি মনিটর উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওই চুরির সঙ্গে সম্পর্কিত অন্যান্য আসামিদের মধ্যে ২ জনের কাছ থেকে ৯টি চার্জারসহ ল্যাপটপ উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা সদর থেকে সেখানকার ডিবি পুলিশের সহায়তায় ৩ জন আসামিকে গ্রেপ্তার করে ৬টি চার্জারসহ ল্যাপটপ উদ্ধার করা হয়।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান বাংলানিউজকে জানান, এর সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসএইচ