আটক সিরাজুল ইসলাম।
ঢাকা: রাজধানীতে তুলা বোঝাই একটি ট্রাক থেকে ১১শ বোতল ফেনসিডিলসহ সিরাজুল ইসলাম (৪৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২১ আগস্ট) বিকেলে র্যাব থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ আগস্ট) র্যাব-৩ এর একটি দল রাজধানীর গুলিস্তান বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান চালনো হয়।
এসময় ট্রাকে তল্লাশি করে তুলার ৪২টি বস্তার থেকে ১১শ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে ট্রাকচালক সিরাজুলকে আটক করা হয়। সিরাজুল দীর্ঘদিন ধরে অন্যান্যদের সহযোগিতায় বিশেষ কৌশলে ফেনসিডিল সীমান্ত এলাকা থেকে কিনে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
আটক সিরাজুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এমএমআই/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।