বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া-প্যাসিফিক) মাহবুব উজ জামানকে চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মাহবুব উজ জামানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি এর আগে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জেনেভা, নিউইয়র্ক, অটোয়া, টোকিও, নয়া দিল্লির বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
টিআর/এএ