বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরীর শিববাড়ি রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্তর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইকরামুল হক টিটু।
আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হোসাইন জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই এই নারকীয় গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছিল ঘাতকরা। এরইমধ্যে এই গ্রেনেড হামলার রায় হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এই রায় বাস্তবায়নের পাশাপাশি মাস্টার মাইন্ডদেরও সর্বোচ্চ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এমএএএম/জেডএস