বুধবার (২১ আগস্ট) দিনগত রাতে আটপাড়া থানায় ভুক্তভোগী শিশুর বাবা মামলা দায়ের করলে রাতেই নিকসনকে গ্রেফতার করা হয়।
নিকসন উপজেলার তেলিগাতি ইউনিয়নের বাসিন্দা।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শাহজাহান বাংলানিউজকে জানান, আখ খাওয়ানোর কথা বলে সোমবার ওই শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে নিকসন।
বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে বুধবার সংশ্লিষ্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিকসনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
মামলার বাদী শিশুর বাবা জানান, মেয়ের দুই বছর বয়সে তার মা মারা যায়। এরপর থেকে মেয়েটিকে তিনি খুব কষ্ট করে লালন-পালন করছেন। তিনি নিকসনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে গ্রেফতার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
অপরদিকে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
জেডএস