ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

নলছিটিতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দপ্তরি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
নলছিটিতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দপ্তরি আটক

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ আগষ্ট) নলছিটি উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক মিরাজুর রহমান মিরাজ (৩০) ভবানীপুর গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে।

শিশুটির স্বজনদের অভিযোগ, বিদ্যালয় চলকালে বুধবার বেলা ১১টার দিকে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়ের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় দুই শিক্ষক দুটি ক্লাসে পাঠদানে ছিলেন।

আর এ সুযোগে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মিরাজুর রহমান মিরাজ ওই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া তার শিশু মেয়েকে লাইব্রেরিতে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে।  মেয়েটি ওইসময় সেখান থেকে পালিয়ে গিয়ে মাকে বিষয়টি জানায়।

পরে বিষয়টি স্থানীয় ফাঁড়ির পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে যায় এবং মিরাজুর রহমানকে আটক করে।

এদিকে এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন।

বাংলা‌দেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।