ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

কুমারখালীতে ভুয়া কাজির দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
কুমারখালীতে ভুয়া কাজির দণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে জামাল আহমেদ নামের এক ভুয়া কাজিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ আগস্ট) বিকেলে এ কারাদণ্ড দেন করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান।

দণ্ডপ্রাপ্ত ভুয়া কাজি জামাল আহমেদ উপজেলার সেরকান্দি এলাকার মৃত গোলাম নবীর ছেলে।

রাজিবুল ইসলাম খান জানান, জামাল আহমেদ নিজেকে কাজি পরিচয় দিয়ে বাল্যবিবাহ পড়াতো। ভুয়া সাক্ষী হাজির করতো। বাল্য বিয়ের শিকার বর-কনের তথ্যানুযায়ী তাকে ভুয়া কাগজপত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারা মতে বাল্যবিবাহ পরিচালনা করার অপরাধে এই ভুয়া কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।