বুধবার (২১ আগস্ট) রাতে নৌ-পুলিশ ফাঁড়ির সামনে জালে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।
এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত নৌ-পুলিশ জালগুলো জব্দ করে।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আল মামুন বলেন, মেঘনা নদীতে অভিযানে জাটকা শিকারে ব্যবহৃত কারেন্ট জাল জব্দ করে অগ্নিসংযোগ করা হয়েছে, এর আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। তবে, এ সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ০৯৫২, আগস্ট ২২, ২০১৯
এসআর/এএটি