বুধবার (২১ আগস্ট) দিনগত রাত ৯টার দিকে উপজেলার আকরতমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইশরাত উপজেলার পানিয়ালা গ্রামের জলার বাড়ির ইমরান হোসেনের মেয়ে।
স্বজনরা জানায়, দুপুরে বাবা-মার সঙ্গে আকরতমা গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় ইশরাত। বিকেলে সবার অজান্তে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। অনেক খুঁজেও কোথাও না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও চাঁদপুরের ডুবুরিদল পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআর/আরবি/