বাস।
নওগাঁ: শ্রমিক কোন্দলের জেরে নওগাঁ থেকে রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে ওই রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
নওগাঁ জেলা বাস মালিক নেতা বাবু বাংলানিউজকে জানান, বুধবার (২১ আগস্ট) রাজশাহী রেলস্টেশন এলাকায় যাত্রী নামানো নিয়ে রাজশাহীর সঙ্গে নওগাঁর শ্রমিকদের ঝামেলা হয়।
এর জের ধরে বুধবার রাতেই নওগাঁ শ্রমিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নওগাঁ থেকে রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে করে নওগাঁ জেলার বাসগুলো নওগাঁর সীমান্ত এবং রাজশাহীর বাস তাদের সীমান্ত পর্যন্ত চলাচল করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মোবারক হোসেন।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।