মূলত খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুর, পানখাইয়াপাড়া ও মধুপুর এলাকার বাসিন্দারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি।
এ নিয়ে ১২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হলেও তার মধ্যে ২৩ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তবে এতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তারা বাড়ির আশপাশ পরিষ্কার রাখার কথা বলেছেন।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা বলেন, এখন শনাক্ত হওয়া অধিকাংশ স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এ বিষয়ে স্থানীয়দের পাশাপাশি জনপ্রতিনিধি ও পৌরসভাকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এডি/আরবি/