বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার মির্জাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ জেলা পুলিশ সদস্যরা।
ইব্রাহীম হোসেন বাংলানিউজকে জানান, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি করার দায়ে ওই বাজারের জালাল খান স্টোর, অনীল সাহা স্টোর ও রতন স্টোরকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করাসহ ভেজাল খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআরএস