বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যেমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২১ আগস্ট) দিনগত রাতে উপজেলার চর জাঙ্গালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চর জাঙ্গালিয়া গ্রামে অভিযান চালোনো হয়। এসময় ১৫০ গ্রাম গাঁজাসহ সাকায়েতকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআর/আরবি/