বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের ভিআইপি লাউঞ্জে কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের সার্বিক তত্ত্বাবধানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, চিকিৎসা কর্মকর্তা ডা. মো. জাকিরুল হাসান, মেডিক্যাল এড. আব্দুল্লাহ, সিবিএ সভাপতি সিদ্দিকুর রহমান, ফ্লোটিং ওয়ার্কার্সের সেক্রেটারি আলাউদ্দিন প্রমুখ।
চিকিৎসা কর্মকর্তা ডা. মো. জাকিরুল হাসান বলেন, দুপুর ১২টা পর্যন্ত অর্ধশতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। বিকেল পর্যন্ত রক্তদান কর্মসূচি চলবে। আশা করছি শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এইচএডি/