বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে আড়ংঘাটা থানার রংপুর ইউনিয়নের জোড়া বটতলা গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চিরঞ্জিত ওই গ্রামের রমেশ বালার ছেলে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করীম বাংলানিউজকে জানান, চিরঞ্জিত মঙ্গলবার (২০ আগস্ট) রাত ৮ টা থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার জোড়া বটতলা গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে প্রাথমিক কোনো ধারণা করা যাচ্ছে না।
এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এমআরএম/ওএইচ/