ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নির্মাণকাজে প্রথম স্থানে রংপুর গণপূর্ত জোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
নির্মাণকাজে প্রথম স্থানে রংপুর গণপূর্ত জোন

ঢাকা: মডেল মসজিদ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে আট বিভাগের মধ্যে রংপুর গণপূর্ত জোন প্রথম স্থানে রয়েছে। পর্যায়ক্রমে রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী। 

গণপূর্ত অধিদপ্তর এতথ্য জানায়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, সারাদেশে জেলা-উপজেলায় আট হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদের মধ্যে ৪৮২টি মসজিদের কার্যাদেশ এবং ৩১০টির কাজ শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর।

গণপূর্ত অধিদপ্তর জানায়, সারাদেশে প্রায় সাড়ে চার লাখ মসজিদের বেশিরভাগই স্থানীয়ভাবে পরিচালিত হয়। তবে জেলা ও উপজেলা পর্যায়ে দৃষ্টিনন্দন মসজিদ নেই। মসজিদভিত্তিক সমাজের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি রয়েছে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্প নেওয়া হয়েছে। যেগুলোর নির্মাণকারী সংস্থার দায়িত্ব পালন করছে গণপূর্ত অধিদপ্তর।

মসজিদগুলোতে মসজিদ কমপ্লেক্স ছাড়াও লাইব্রেরি, গবেষণা কক্ষ, পুরুষ ও মহিলাদের ভিন্ন নামাজ কক্ষ, অতিথিদের আবাসন, বিদেশি পর্যটকদের পরিদর্শনের ব্যবস্থা, হজযাত্রীদের প্রশিক্ষণ, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম ও শিশুশিক্ষা কার্যক্রমের ব্যবস্থা থাকবে।

এসব মসজিদ নির্মাণ প্রকল্পের কাজের বেশিরভাগেরই দায়িত্ব পালন করছেন গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম। এর আগে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রকল্পের নির্মাণ কাজ করেন।

আশরাফুল আলম বাংলানিউজকে জানান, বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন। নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলেই আশা ব্যক্ত করেন তিনি।

রংপুর জোনে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়, ৬৬টি উপজেলা নির্বাহী অফিস ভবন, তিনটি আদালত ভবন, চারটি হাসপাতাল এবং ১৫০টি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমআইএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।